বগুড়ায় র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেফতার ৩

আপডেট: February 23, 2025 |
inbound5558352162995924080
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাব পরিচয়ে চাঁদাবাজজির সময় চাকুরিচ্যুত দুই সেনাসদস্য পরিচায় দানকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সেই সাথে প্রতারকদের কাছ ভূয়া আইডি কার্ড,চারটি মোবাইল ফোন,নগদ ৩,২০০ টাকা ও একটি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

inbound69907002502009146

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে বগুড়ার কলনীস্হ জেলা শিক্ষা অফিসের সমনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার মালিয়াডাঙ্গা গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে আরমান আলী (৩৮), ঝালকাঠি জেলার নলছিটা থানার সুর্যপাশা গ্রামের মোঃ মনিক তালুকদারের ছেলে মোঃ মামুন তালুকদার (৩৭), বগুড়ার গাবতলী থানার গজারিয়া সোনায়ার গ্রামের মৃত- আফজাল হোসেন এর ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৫)।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বস তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি দুপুর ১২.২০ মিনিটে রঞ্জু মিয়া নামের এক ব্যক্তির কাছে ফোন করে প্রতারকচক্র নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে এক লক্ষ টাকার দাবি করে।

তারা ভয় দেখায় যে,র‍্যাব অফিসে তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং অভিযোগ থেকে বাঁচতে হলে টাকা দিতে হবে। ভিকটিম রঞ্জুর নিকট বিষয়টি সন্দেজনক মনে হওয়ায় র‍্যাব-১২, বগুড়ার অভিযোগ করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং কৌশলে ভিকটিম দ্ধারা তাদেরকে র‍্যাব অফিসের সামনে আসতে বলে।

পরে ২১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে র‍্যাব,বগুড়া জেলা শিক্ষা অফিস(বনানীস্হ) এর সামনে অভিযান চালিয়ে ওই তিন জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভূয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআই এর ভূয়া আইডি কার্ড,চারটি মোবাইল ফোন, নগদ ৩.২০০ টাকা এবং কালো রঙের রেজিষ্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

inbound6354006706397738144

র‍্যাব-১২,বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আরমান ও মামুন নামের এই দুইজন চাকুরিচ্যুত সেনা সদস্য।

তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারনার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর