শিবগঞ্জে যুবদল নেতা রনির উপর বোমা হামলার প্রতিবাদে যুব সমাবেশ

আপডেট: February 26, 2025 |
inbound6455693731180603851
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার উপর বোমা হামলার প্রতিবাদে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মুগ্ধ স্কয়ারে উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেনবাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম, বাংলাদেশ ক্রিকেট দলের পরিচালক মাহবুব আনাম, একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম সিনহা, প্রখ্যাত সংগীত শিল্পী মনির খান, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, শিবগঞ্জ পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি নেতা তাজুল ইসরাম, আব্দুর করিম, যুব নেতা খালিদ হাসান, মাছুদ রানা, রাযহানুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম, রোস্তম আলী প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর