বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার

আপডেট: February 27, 2025 |
inbound2952728184026162172
print news

বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুবিধা বাবদ সরকারি কোষাগার থেকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। গতকাল বেক্সিমকোর এই ১৪ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বেক্সিমকোর এসব প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক এবং এক হাজার ৫৬৫ জন কর্মকর্তা কাজ করতেন।

সাখাওয়াত হোসেন জানান, এই অর্থের মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দেবে অর্থ বিভাগ এবং বেক্সিমকো গ্রুপকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেবে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল।

আগামী ৯ মার্চ থেকে এসব শ্রমিক ও কর্মকর্তাদের এই অর্থ দেওয়া শুরু করবে সরকার।

Share Now

এই বিভাগের আরও খবর