জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ পরিবার পাবে ৩০ লাখ টাকা

আপডেট: February 28, 2025 |
inbound6535807586683049111
print news

জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা করে পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শফিকুল আলম জানান, নিহতদের পরিবারকে চলতি ও আগামী অর্থবছরে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হবে।

প্রেসসচিব জানান, অভ্যুত্থানে আহতরা তিনটি ক্যাটাগরিতে টাকা পাবেন।

অতি গুরুতর আহতরা পাবেন ৫ লাখ, গুরুতররা ৩ লাখ এবং কম আহতরা পাবেন ১ লাখ করে টাকা। পাশাপাশি মাসিক ভাতাসহ সরকারি সব সুবিধা পাবেন তারা। ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসিক ভাতা ২০ হাজার টাকা করে দেয়া হবে।

‘বি’ ক্যাটাগরিদের ৩ লাখ টাকা এবং মাসিক ভাতা ১৫ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিদের এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এ ছাড়া যেসব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি-চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান শফিকুল আলম।

সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালায় প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার জানান, প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ শতাংশ কার্ড প্রদান করা হবে। তবে সেটা ১৫টার বেশি নয়।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর