টঙ্গী বস্তিতে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০

আপডেট: March 2, 2025 |
inbound6015023955555594712
print news

টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ টাকা, মাদক ও দেশিয় অস্ত্র।

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথবাহিনীর সহায়তায় শনিবার সন্ধ্যায় টঙ্গির মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্যরা, র‌্যাব, বিজিবি, জিএমপি পুলিশ অংশ নেয়।

অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর