এলপি গ্যাসের দাম কমবে না বাড়বে, জানা যাবে আজ

আপডেট: March 3, 2025 |
inbound2866375361997431350
print news

মার্চ মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ (সোমবার, ৩ মার্চ)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আজ বিকেল ৩টায় সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

গত ২ ফেব্রুয়ারি, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে, ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছিল।

এছাড়া, আজকের ঘোষণায় অটোগ্যাসের দামও জানানো হবে। ২ ফেব্রুয়ারি, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাসের শুরুতে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া, ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল, এবং ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮৫ পয়সা করা হয়েছিল।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমানো হয়েছিল এবং সাত দফা বাড়ানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল, তবে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বেশ কয়েকবার দাম বৃদ্ধি পেয়েছে, আর এপ্রিল, মে, জুন এবং নভেম্বরে দাম কমানো হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর