অভিনয়ে নিয়মিত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা

আপডেট: March 6, 2025 |
boishakhinews 14
print news

দীর্ঘদিন টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। রূপ আর অভিনয় নৈপুণ্য দিয়ে একটা সময় দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারলেও সেটি ধরে রাখতে পারেননি তিনি। ব্যক্তিগত জীবনের এক অপ্রত্যাশিত ঘটনায় ধস নেমে আসে তার ক্যারিয়ারে।

তবে সবকিছু সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন প্রভা। অভিনয়েও নিয়মিত হচ্ছেন বলে জানা যাচ্ছে।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন অভিনয় জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার বিষয়ে। এসময় তিনি মিডিয়ার সিন্ডিকেটের বিষয়েও কথা বলেছেন।

শোবিজের সিন্ডিকেটের ভুক্তভোগী তিনিও হয়েছেন জানিয়ে প্রভা বলেন, ‘সিন্ডিকেট কখনো গেছে, কখনো এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।’

প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সঙ্গে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।’

তবে অভিনেত্রী জানালেন, মুখের ওপর কাজের জন্য ‘না’ করে দেওয়া হয়নি কখনো। সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু অ্যাটিচিউড দিয়ে বোঝানো হত- এমনটাই হয়ত বুঝিয়েছেন প্রভা।

অভিনেত্রীর কথায়, ‘সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হলো, আপনি বোধহয় আর কো-অপারেট করবেন না; তখন আরকি আসলে ওরা স্কিপ করে।’

শেষে অভিনেত্রী বলেন, ‘এমন একটার কিছুর মধ্যে, এ ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে, আদৌ শুরু হয়েছে কি না, কোনোকিছুই টের পাইনি; কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি।’

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।

এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন প্রভা। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর