বাগেরহাটে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি 

আপডেট: March 8, 2025 |
inbound8201486206143414068
print news

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক সবুজ শিকদারকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিভিন্ন পোস্ট করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী সবুজ শিকদার চিতলমারি থানায় এই জিডি করেন।

যাহার জিডি নং ৯৩১ /২০.০২.২০২৫। সাংবাদিক সবুজ শিকদার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা শাখার প্রচার সম্পাদক, তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার (ফটো সাংবাদিক) ও দৈনিক সংবাদ চিত্রের স্টাফ রিপোর্টার,দৈনিক সময়ের সংলাপের বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে অনলাইন মাল্টিমিডিয়া গণমাধ্যমের বাগেরহাট জেলায় কর্মরত আছেন।

জানা যায়, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে  “হুমায়রা ইসলাম”,”Sobuj sikder” ও “ব্যর্থ প্রেমিকা” নামের  ফেক আইডিগুলো থেকে বিভিন্ন প্রকার ভিত্তিহীন,মিথ্যা,বানোয়াট পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাংবাদিক সবুজ শিকদার বলেন,আমি একজন সাংবাদিক আমি রাজনীতি করি না।

কিন্তু ফেক আইডি গুলোতে আমাকে রাজনীতির মধ্যেও জরাইয়া হয়রানি মূলক কথাবার্তা লেখালেখি সহ রাজনীতিতে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা করে জানতে পারি, অজ্ঞাতনামা ব্যক্তি  আমার ক্ষতি করা সহ আমাকে খুন জখম করিবে বলে হুমকি দেয় এবং স্থানীয় থানা সহ আশপাশের এবং দুর-দূরান্তের থানায় মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।

এমত অবস্থায় আমার নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক “ডেনিয়াল রাজকুমার” নামে শুধু মাত্র একটি আইডি ব্যবহার করি।আমার নাম ও ছবি দিয়ে কিছু অসাধু ব্যক্তি ফেক আইডি খুলে আমার এবং আমার আব্বুর নামে মিথ্যা প্রপাকান্ড ছড়াচ্ছে।

এই ভুয়া আইডির বিরুদ্ধে আমি গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে থানায় একটি জিডি করেছি।আমি দীর্ঘদিন থেকে পরিচ্ছন্নভাবে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছি। তাই আমি এমন মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপত্তিকর মন্তব্য করে, ভুল ব্যাখ্যায় আমার ছবি সম্বলিত অপপ্রচারের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করেছি।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান শিমুল বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক সবুজ শিকদারের নামে যে ভিত্তিহীন পোস্টগুলো করা হচ্ছে তার সাথে সে কোনভাবে জড়িত নয়।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসনের কাছে অনুরোধ বিষয়টি তদন্ত করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবাধিকার কন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধ মো: মিজানুর রহমান সাগর বলেন,সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, তাহলে সাংবাদিক কে হুমকি কেন? আমরা আইনি প্রতিকার আশা করছি।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ইমরান বলেন, একশ্রেণীর স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ও সাংবাদিক সবুজ সিকদারকে সামাজিকভাবে হেও করবার জন্য সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিষয়টি প্রশাসন  দ্রুত তদন্ত করে অপরাধীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহাদাত হোসেন বলেন,এ বিষয়ে জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

Share Now

এই বিভাগের আরও খবর