ধর্ষণের বিচারের দাবিতে কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট: March 9, 2025 |
inbound761449555844930464
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: মাগুরায় সাত বছরের শিশু ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক-সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এক ঘণ্টা অবস্থান করার পর তারা অবরোধ তুলে নেন।

এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তারা।

এদিন শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’, ’তুমি কে আমি কে, আছিয়া ইত্যাদি স্লোগান দেন।

এ ছাড়া তাদের হাতে ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি চাই ‘ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড দেওয়া হোক ‘আমি মেয়ে আমি অবহেলিত না ‘আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর