মাগুরার শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ

আপডেট: March 9, 2025 |
inbound768072365530399467
print news

মাগুরায় আট বছরের শিশু নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ হয়ে এই আদেশ দেন।

এদিন ব্যারিস্টার মাহসিব হোসাইন শিশুটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত জন্য আদালতের কাছে আবেদন জানান। পরে আদালত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।

এর আগে, রোববার একই বেঞ্চ নিপীড়নের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরিসি) কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এদিকে শনিবার এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামীর চারজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বর্তমানে শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে। গত চারদিন ধরেই শিশুটি অচেতন অবস্থায় রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর