লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি ফিরছেন আজ

আপডেট: March 13, 2025 |
inbound4158499808563849887
print news

লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি দেশে ফিরছেন আজ।

বুধবার (১২ মার্চ) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১২ মার্চ) ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১০৬ জনসহ ১৭৬ বাংলাদেশিকে আইওএমের সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা ১৩ মার্চ রাত ৩টায় লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড২২২) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর