খুলনায় দুর্বৃত্তের গুলিতে একাধিক হত্যা মামলার আসামি নিহত

আপডেট: March 16, 2025 |
inbound1034733714771274045
print news

খুলনার দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি, চরমপন্থী নেতা শাহীনুর রহমান ওরফে শাহীনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর খুলনা থানাধীন বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শাহীন নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে রাস্তায় বের হয়ে আসার পর মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে তার মাথায় পর পর দুটি গুলি করা হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, “শাহীন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন। শাহীনকে দৌলতপুর থেকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে ‘পরিচিত’ কেউ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। তার মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কারা এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।”

Share Now

এই বিভাগের আরও খবর