সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের ২ মামলা

আপডেট: March 21, 2025 |
inbound8743682848184681711
print news

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক তাহাসিন মুনোবীল হক বাদী হয়ে মামলা দু্টি করেন।

মামলা দুটির মধ্যে একটি আত্মসাত ও অন্যটিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

আত্মসাৎ মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশন এর নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে।

অপর মামলাটি হয়েছে, ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগদানের অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

ক্ষমতার অপব্যবহার মামলায় অভিযোগ করা হয়েছে, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন সায়মা ওয়াজেদ পুতুল।

Share Now

এই বিভাগের আরও খবর