সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটার যানজট

আপডেট: March 25, 2025 |
inbound7454553453550699070
print news

ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের দিকের এই যানজটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০ টা থেকে অসংখ্য যানবাহন যানজটে আটকে রয়েছে।

স্থানীয় প্রতিনিধি জানান, সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের যাত্রামুড়া অংশে ট্রাক ও কাভার্ডভ্যানের দুর্ঘটনা ঘটায় কাঁচপুর হতে বিশ্বরোড পর্যন্ত যানবাহনগুলো প্রায় দুই ঘণ্টারও বেশি সময় একই স্থানে আটকে পড়েছে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এক লেনের রাস্তার অবস্থা ভয়াবহ এবং সবসময়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে ।

যানবাহন চালকরা জানান, সকাল পৌনে ৮টার সময়ে যাত্রামুড়া এলাকায় একটি ট্রাক অন্য আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়। এর পর থেকে তীব্র যানজটে বসে আছেন তারা।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ গণমাধ্যমকে জানান, ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এমনিতে গাড়িরও অনেক চাপ রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর