কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: March 30, 2025 |
inbound186245171655797579
print news

ট্রেনযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে আজ রবিবার (৩০মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিনি স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এসময় উপদেষ্টা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেলওয়ে ব্যবস্থাপনার খোঁজ খবর নেন।

পরিদর্শনের সময় তিনি ট্রেনের সময়সূচি, টিকিট ব্যবস্থা, যাত্রী সেবা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

তিনি যাত্রীদের সুবিধা-অসুবিধা শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সার্বিক পরিস্থিতিতে আমি খুব খুশি। আমার মনে হয় আপনারাও খুশি”

পরিদর্শনে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, যাত্রীদের সুবিধার্থে ট্রেন সার্ভিস, পর্যাপ্ত টিকিট ব্যবস্থা এবং স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকেই ট্রেনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর