রাজধানীতে ঈদ আনন্দ মিছিল শুরু

আপডেট: March 31, 2025 |
inbound6984437529450818215
print news

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের আদলে ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

ঈদের নামাজ শেষে আনন্দ মিছিলের সূচনা হয় ব্যান্ডপার্টির সুরে ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’ গানের বাজনার মধ্য দিয়ে। মিছিলের শোভাযাত্রায় ছিল মোঘল আমলের আদলে সুসজ্জিত ১৫টি ঘোড়ার গাড়ি, যার মধ্যে প্রথম সারিতে ছিল পাঁচটি বিশেষভাবে সাজানো রথ।

ঈদ আনন্দ মিছিলে অংশ নিতে হাজারো মানুষ ভিড় জমায়। খামারবাড়ি মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলে অংশ নেওয়া একজন বলেন, “অনেকদিন পর শহরে এমন ঐতিহ্যবাহী ঈদ উদযাপন দেখছি। সত্যিই অসাধারণ লাগছে। আমি পুরো মিছিল উপভোগ করব।”

এর আগে সকাল সাড়ে ৮টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ভোর থেকে দলে দলে মুসল্লিরা মেলার মাঠে জমায়েত হতে থাকেন। কেউ একা, কেউ আবার পরিবারসহ আসেন।

জামাতে নারীদেরও অংশগ্রহণের সুযোগ থাকায় অনেকেই তাদের স্ত্রী-সন্তানসহ আসেন। পরে হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা। ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা।

পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত এই ঈদের আনন্দ মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা সহায়তা প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর