পঞ্চগড়ে ঈদের নামাজ পড়লেন সারজিস আলম

আপডেট: March 31, 2025 |
inbound7191541846774904960
print news

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা আর সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা।

আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে তেমনি বান্দার প্রতি বান্দার হক রয়েছে। এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি।

সোমবার (৩১ মার্চ) পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ শেষে অনুভূতি ব্যক্ত করেন তিনি।

এ সময় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

সারজিস আলম বলেন, ‘পৃথিবীতে অনেক মজলুম মুসলিম ভাই-বোনেরা আছেন যারা আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদি গোষ্ঠী রয়েছে তাদের কাছে আমাদের মুসলিম ভাইরা মজলুম। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইয়েরা মজলুম হিসেবে রয়েছেন।

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে মায়ানমারের অনেক মুসলিম মজলুম ভাইয়েরা রয়েছেন। আমরা পৃথিবীর সব মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব। পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করব। যেন আমরা একসঙ্গে আমাদের মনের সংকীর্ণতা আমাদের সীমাবদ্ধতা কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি।

এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যেতে পারি যেন ইহকাল পরকালে শান্তিতে বসবাস করতে পারি।’

Share Now

এই বিভাগের আরও খবর