জনমনে সাড়া ফেললেও পাইরেসির কবলে বরবাদ

আপডেট: April 1, 2025 |
boishakhinews
print news

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে ‘বরবাদ’।

মুক্তির প্রথম দিন দুর্দান্ত সাড়া ফেলেছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।

কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি। আর সেই অসাধু ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হাজির হলেন বরবাদের পরিচালক-প্রযোজক।
বিষয়টি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রযোজক-পরিচালক দুজনেই। ‘বরবাদ’ সিনেমার প্রযোজক স্বার্থহীন আক্তার সুমি বলেন, ‘আমারা সিনেমাটির পাইরেসি বন্ধ করতে মুক্তির আগেই একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলাম।

তারা সোশ্যাল মিডিয়ায় পাইরেসি বন্ধ করতে কাজ করে। এ কারণে বরবাদের যেসব ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এসেছে সেগুলো সক্রিয়ভাবেই নেমে যাচ্ছে। কিন্তু যারা সিনেমা হল থেকে ফোন বা ক্যামেরা দিয়ে কপি করছেন সেসব ফুটেজ ডিলিট করতে আমাদের একটা আইনি ব্যবস্থা নেওয়ার জরুরি ছিল। এ জন আমরা একা পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে।’

এ বিষয়ে সুমি আরো বলেন, ‘সকালে টেলিগ্রাম গ্রুপে আমাদের সিনেমা দেখার পর আমরা থানায় আসি।

এভাবে করলে তো সিনেমা করা যাবে না। এটা তো হল মালিকদের ব্যবসার ক্ষতি আর সেই সঙ্গে আমাদের জন্যও বিষয়টা ক্ষতিকর।’
বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন। মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন, “‘বরবাদ’ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীর কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।”

এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরো রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

 

Share Now

এই বিভাগের আরও খবর