সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা

আপডেট: April 5, 2025 |
inbound6652941481036498230
print news

খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ‌্যশস‌্য মজুত রয়েছে। তাই খাদ‌্য নিরাপত্তা নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই।

তিনি বলেন, গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হয়েছে, সে ক্ষ‌তি পুষিয়ে নিতে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি করছে। আর এবার হাওরসহ সারা দেশে বারো ধানের বাম্পার ফলন হবে।

সব‌কিছু ঠিক থাকলে খা‌দ‌্য উদ্বৃত্ত হবে দেশ। আর কৃষক যেন ফসলের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

শ‌নিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সাথে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

এসময় খাদ্য উপদেষ্টা আরও বলেন, কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ফসল ফলায়, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়।

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভাবে খাল‌বিল শুকিয়ে ফেলার প্রবনতা, সারবীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত করতে সরকার কাজ করছে বলেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্থ করেন।

পরে উপদেষ্টা ভাতশালা হাও‌রের বোরো জমি ঘুরে দেখেন। এ সময় হাওরে সরাস‌রি কৃ‌ষিকা‌জের সঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথা শোনেন।

মত বি‌নিময় সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রা‌মের কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর