বি*ক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি : আজহারি

আপডেট: April 8, 2025 |
inbound6481828443504243719
print news

গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দেশে বিক্ষোভের নামে বাটা, কেএফসিসহ বিভিন্ন শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারি।

স্যোশাল মিডিয়ায় নিন্দা জানিয়ে পোস্ট করেছেন দেশের জনপ্রিয় এই ইসলামিক স্কলার ।

মঙ্গলবার (৮ এপ্রিল) ফেসবুক পেজের পোস্টে আজহারি লেখেন, ‘বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ।

এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোন একটি স্মার্ট মুভকে মূহুর্তেই পন্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।’

এর আগে সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আজহারি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকায় সশরীরে বিক্ষোভ করবেন।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে।

আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।

তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল-মত-জাতি-পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর