ভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা

আপডেট: April 16, 2025 |
boishakhinews 25
print news

সবকিছুই ঠিকঠাক ছিল। জাতীয় দলের অন্য সতীর্থদের সঙ্গে ভুটানের লিগে খেলতে যাবেন কৃষ্ণা রানী সরকার। তার আগে ৯ নারী ফুটবলারের দেশটি গেলেও ওয়ার্ক পারমিট না মেলায় যাওয়া হয়নি কৃষ্ণার।

সেই পারমিট পাওয়ায় আজ ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন কৃষ্ণা।

ভুটানের লিগে খেলতে যাওয়ার বিষয়টি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকের স্টোরি দিয়ে খোদ জানিয়েছেন তিনি।

ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন কৃষ্ণা। এই দলে সতীর্থ হিসেবে পাবেন মাসুরা পারভীন ও সর্বশেষ দুই নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রুপনা চাকমাকে। এর আগে ভারতের ঘরোয়া লিগেও খেলেছেন বাংলাদেশের ফরোয়ার্ড।

সবমিলিয়ে ভুটানের লিগে বাংলাদেশের ১০জন নারী ফুটবলার খেলতে গেছেন। তার মধ্যে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন পারো এফসির হয়ে। অন্যদিকে থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

Share Now

এই বিভাগের আরও খবর