আমাদের কখনো ঝগড়া হয়নি, তর্ক হয়নি : জর্জ ক্লুনি-অমল জুটি

আপডেট: April 22, 2025 |
boishakhinews 47
print news

অস্কারজয়ী অভিনেতা, পরিচালক, প্রযোজক ও নির্মাতা জর্জ ক্লুনি। ব্যক্তিগত জীবনে আইনজীবী অমল ক্লুনির সঙ্গে ঘর বেঁধেছেন। দাম্পত্য জীবনে এক দশক পার করছেন এই জুটি।

কয়েক দিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে এই জুটি দাবি করেছেন— “বৈবাহিক জীবনে তাদের কখনো ঝগড়া হয়নি।”

 

অনুষ্ঠানের সঞ্চালককে উদ্দেশ্য করে ৬৩ বছর বয়সি জর্জ ক্লুনি বলেন, “আমার মনে আছে, আমরা আগেও একবার আপনার সঙ্গে বসেছিলাম। আমরা বলেছিলাম, আমাদের কখনো ঝগড়া হয়নি, তর্ক হয়নি, এখনো হয় না। আমরা ঝগড়া করার জন্য কারণ খুঁজি।”

স্ত্রীর প্রশংসা করে জর্জ ক্লুনি বলেন, “এই অবিশ্বাস্য নারীর সঙ্গে দেখা করতে পেরে নিজেকে অসাধারণ ভাগ্যবান মনে করি। এমন কোনো দিন নেই, যেদিন নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে করি না। সত্যি এটি দারুণ।”

ক্লুনির বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে ৪৭ বছরের অমল ক্লুনি বলেন, “গত ১০ বছরে আমার আর ক্লুনির ঝগড়া হয়নি, এ কথা শোনার পর আমার পরিবার এবং বন্ধুরা খুবই অবাক হন। অবশ্য, এ খবরটি আমাদের কিছু বন্ধুকে বিরক্ত করে।”

একটি উদাহরণ টেনে অমল ক্লুনি বলেন, “আমার এক চাচাতো ভাই আছে, তার সঙ্গে যখনই দেখা হয় তখনই তার প্রশ্ন— ‘তোমাদের কি এখনো ঝগড়া হয়নি?”

সঠিক মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মনে করেন অমল। পাশাপাশি দাম্পত্য জীবনে সুখী হতে পরামর্শ দিয়ে বলেন, “জীবনে সঠিক মানুষের সঙ্গে দেখা হওয়া ৯৯ শতাংশই ভাগ্যের ব্যাপার। আমার মনে হয়, আমরা যা করব তা হলো— নিন্দা না করা, খোলামেলা থাকা।”

জর্জ ক্লুনি ১৯৮৯ সালে মার্কিন অভিনেত্রী তালিয়া বালসামের সঙ্গে ঘর বাঁধেন। ১৯৯৩ সালে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের। এরপর আইনজীবী অমলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জর্জ ক্লুনি। ২০১৪ সালে ইতালির ভেনিসে বিয়ে করেন এই দম্পতি। তাদের সংসারে রয়েছে জমজ দুই সন্তান—আলেকজান্ডার ও এলা।

Share Now

এই বিভাগের আরও খবর