মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন অভিষেক ও ঐশ্বরিয়া দম্পতি

আপডেট: April 22, 2025 |
boishakhinews 48
print news

গত দেড় বছর ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। যদিও বিয়ের ১৮ তম বিবাহবার্ষিকীতে স্বামী কন্যাকে নিয়ে ছবি দিয়ে তাঁরা স্পষ্ট করে দেন একসঙ্গেই আছেন তারা।

১৮ বছর আগে অর্থাৎ ২০০৭ সালে ঐশ্বরিয়া ও অভিষেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে জন্ম হয় কন্যা আরাধ্যার।

তার পর থেকেই অভিনয়ের কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। তাঁর ধ্যান জ্ঞান হয়ে ওঠে মেয়ে। মাস কয়েক আগেই ১৩ বছরে পা দিয়েছে আরাধ্যা। মেয়ের জন্য নতুন করে ভাবতে শুরু করেছেন অভিভাবকেরা।

যদিও ১০ বছর আগেই মেয়ের জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি সম্পত্তি কেনেন বচ্চন দম্পতি। যার ভেতরে রয়েছে গল্‌ফ খেলার মাঠ, বিরাট বাগান, ঝর্ণা, বিশাল পুল-সহ যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা।

২০১৫ সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছিলেন ঐশ্বররিয়া ও অভিষেক। দুবাইয়ের জুমেইরা গল্‌ফ এস্টেটে তারকা দম্পতির বিলাসবহুল বাড়ি রয়েছে।

এই বাড়ির দামও আকাশছোঁয়া।
জানা গেছে, এই বাড়ির দাম ১৬ কোটি রুপি। বাড়িতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল। রান্নাঘরও তৈরি উন্নত প্রযুক্তিতে। তবে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো হোম থিয়েটার।

দুবাইয়ের এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেট্টি, অনন্ত অম্বানীদেরও।
তবে সম্পত্তির দিক থেকে অভিষেকের থেকে এগিয়ে ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। অন্য দিকে অভিষেক ২৮০ কোটি রুপি সম্পত্তির মালিক। তবে শুধু দুবাই নয় অভিষেক-ঐশ্বরিয়ার মুম্বাইয়ে নিজেদের বাড়ি ছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর