জম্মু-কাশ্মীরে হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরলেন মোদি

আপডেট: April 23, 2025 |
inbound8178835639787395642
print news

পহেলগাম, জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীরা পর্যটকদের ওপর হামলা চালানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পূর্বনির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে দেশে ফিরে এসেছেন।

তিনি গতকাল মঙ্গলবার দুই দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন।

ভারতশাসিত পহেলগামের ওপর করা ওই হামলাকে তিনি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, “এই হামলার জন্য যারা দায়ী, তাদেরকে ছাড়া হবে না।”

দিল্লিতে ফিরেই নরেন্দ্র মোদী একটি জরুরি বৈঠকে বসেন এবং পরিস্থিতি সম্পর্কে বিশদ তথ্য নেন।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই কাশ্মীরে পৌঁছেছেন। সূত্র: বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর