যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

আপডেট: May 2, 2025 |
inbound8566333915184382170
print news

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যদি, কিন্তু, অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

আজ বিকেল ৩টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশে অংশ নিন।”

এর আগের দিন, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ আর কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না।

গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার বৈধতা হারিয়েছে। এখন সময় এসেছে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিষিদ্ধ করার।”

1746171618 1

হাসনাত আরও বলেন, “গত ১৭ বছরে যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন যেসকল মিডিয়া, সুশীল সমাজ ও তথাকথিত বুদ্ধিজীবী, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগের কোনো সদস্যের আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

আসন্ন ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর পর নতুন নির্বাচন কমিশনকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

কেউ যদি ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিরোধ করা হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর