যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত-পাকিস্তানের পরিস্থিতি

আপডেট: May 7, 2025 |
inbound2931480655944307303
print news

ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি এই কথা লিখেছেন।

বুধবার (৭ মে) সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে যে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মার্কো রুবিওর সাথে কথা বলেছেন “এবং যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে অবহিত করেছেন।”

ভারতের হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

“আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে” ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রুবিও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের “আশা করি এটা দ্রুত শেষ হবে” এই মন্তব্যের পুনরাবৃত্তিই করেছেন।

তিনি আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে’ তিনি ভারত পাকিস্তান দুই দেশের নেতাদের সাথেই যোগাযোগ অব্যাহত রাখবেন। সূত্র: বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর