খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়: হাসনাত

আপডেট: May 8, 2025 |
inbound2463145276831460287
print news

খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয় বলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে, তাও জানতে চেয়েছেন এনসিপির এই মুখ্য সংগঠক।

বৃহস্পতিবার (৮ মে) সাড়ের ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব বিষয় জানতে চান তিনি।

হাসনাত লিখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়।

দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন! তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন? যোগ করেন এনসিপির মুখ্য সংগঠক।

 

Share Now

এই বিভাগের আরও খবর