ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

আপডেট: May 11, 2025 |
inbound3163753961713728241
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ২০৪ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান।

কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন – সহ-সভাপতি তানজিল কাজী (দৈনিক বাংলাদেশের খবর, পাবলিকিয়ান টুডে), যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ (বুলেটিন বার্তা), সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হুসাইন (দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম (দ্যা ডেইলি ক্যাম্পাস, একুশে সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ (সময় জার্নাল), কোষাধ্যক্ষ মোঃ আল শাহারিয়া সুইট (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য-১ আবুল খায়ের (ক্যাম্পাস টাইমস), কার্যনির্বাহী সদস্য-২ কায়েস শেখ (দৈনিক আমাদের মাতৃভূমি) ও কার্যনির্বাহী সদস্য-৩ তোফায়েল আহম্মেদ (বাংলাদেশ টাইমস)।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, সাংবাদিক সমিতি সবসময় ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে।

মেধা, দক্ষতা আর অনুসন্ধানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রতিবেদনের মধ্যে দিয়ে উন্নয়নের সহযাত্রী হবে এ কমিটি।

নতুন কমিটি পূর্বের কমিটির থেকেও ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস।

Share Now

এই বিভাগের আরও খবর