সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প
আপডেট: May 13, 2025
|


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) সৌদির আরব পৌঁছেছেন। এর মধ্য দিয়ে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি বিমান বাহিনীর এফ-১৫ জেট বিমানগুলো ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানকে এসকর্ট করে সম্মান দেখায়।
এছাড়া রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে তাকে সম্মাননা জানানো হয়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে স্বাগত জানান।
মার্কিন প্রেসিডেন্ট আজ মঙ্গলবার এবং আগামী বুধবার কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন।
তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র – কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।