নতুন জীবনের পথে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

আপডেট: May 22, 2025 |
boishakhinews 72
print news

সময় নিজের গতিতে বয়ে চলে। সময়ের স্রোতে অনেক সম্পর্ক হারিয়ে যায়, কেবল জমা থাকে স্মৃতি। স্মৃতির গোদামে সময়কে রেখে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম।

২০১২ সালে সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্পেনপ্রবাসী মারিয়া মিম। সেই সূত্রেই বাংলাদেশে থিতু হন। শুরু করেছিলেন মডেলিং, স্বপ্ন দেখেছিলেন শোবিজে ক্যারিয়ার গড়ার। কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপড়েনে সে স্বপ্ন আর এগোয়নি। সংসার আর পেশাগত পথচলার মাঝে তৈরি হয় দূরত্ব। সর্বশেষ ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই দম্পতি।

এরপর কেটে গেছে ছয়টি বছর। জীবনের নতুন অধ্যায়ে ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এই সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। প্রেমিকের মুখ আড়ালে থাকলেও ক্যাপশনে মিম লেখেন— “আমার ভালোবাসা।”

বিয়ের প্রসঙ্গে মারিয়া বলেন, “আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার কেউ নন, তিনি একজন সাধারণ মানুষ। খুব শিগগিরই আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হবো।”

প্রাক্তন স্বামী সিদ্দিককে নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে মারিয়া বলেন, “সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে দেখা করাটাও অনুচিত। তিনি এখন আমার জন্য পরপুরুষ। দয়া করে তাকে আমার সঙ্গে জড়াবেন না।”

সম্প্রতি একটি ঘটনার জেরে আলোচনায় রয়েছেন অভিনেতা সিদ্দিক, যা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এর কিছু অংশ মারিয়াকে উদ্দেশ করে কটাক্ষ হিসেবে এসেছে। জবাবে মারিয়া সাফ জানিয়ে দেন, “ডিভোর্সের ৫-৬ বছর পরও কেউ জামাই থাকে না। ব্যক্তিগত জীবন নিয়ে অকারণে মন্তব্য না করাই শ্রেয়।”

নিজের মতামত ও জীবন নিয়ে স্পষ্টভাবে অবস্থান জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মারিয়া মিম। এখন দেখার পালা— তার নতুন জীবনের সূচনা কীভাবে হয়।

Share Now

এই বিভাগের আরও খবর