গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট: May 25, 2025 |
inbound2830099223421964926
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে গত শুক্রবার রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হয়ে আহত আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর মৃত্যুবরণ করেছে।

রোববার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়। আলী আকবর (৩৫) নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। আজ সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আসা আলী আকবরের স্বজনরা জানিয়েছেন, কারাগারে বন্দী সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনের অনুসারীরা তাকে গুলি করেছে।

পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ওইদিন রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আকবর। হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

গোলাগুলির ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও থানায় মামলা হয়নি জানিয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন ‘এখনো থানায় কেউ মামলা করতে আসেনি।

মামলা যেহেতু হয়নি আমরা কাউকে শনাক্তও করতে পারিনি। এজাহারের পর বাকিটা বোঝা যাবে।’

Share Now

এই বিভাগের আরও খবর