বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহিদ শিমুল একাদশ চ্যাম্পিয়ন

আপডেট: May 27, 2025 |
inbound6944826631289670864
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া স্পোর্টস রিপোর্টর্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় শহীদ রাতুল একাদশকে ৯ উইকেটর বিশাল ব্যবধান পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে শহীদ শিমুল একাদশ।

২৭ মে (মঙ্গলবার) সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ রাতুল একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে।

দলের পক্ষে স্বরণ সর্বোচ্চ ৩৫ রান করেন।শহীদ শিমুল একাদশের বোলার আল- আমিন ৭ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন।

এছাড়া মামুন,মীর হায়দার, রিয়াদ ও সাইফুল একটি করে উইকেট নেন।

জবাবে শহীদ শিমুল একাদশ ৭.৩ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে বিজয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আল- আমিন বল হাতে দাপট দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেন।

তিনি অপরাজিত ৩০ রানে দলকে জয়ের দারপ্রান্তে পৌঁছে দেন।রিয়াদ করেন অপরাজিত ২৩ রান।

ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন খালেদ মাহমুূদ রুবেল ও বিপুল। স্কোরারের দায়িত্বে ছিলেন জি আর কানু।

শহীদ মিমুল একাদশের আলরাউন্ডার আল- আমিন ম্যান অব দ্যা ফাইনাল এবং ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

বগুড়া স্পোর্টস রিপোর্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল এর সাভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু,সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেক,বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বাস- মিনিবাস মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ,বগুড়া প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বপচান,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

inbound1524584086600921064

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন,জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেকে সভাপতি মতিউল ইসলাম সাদী,বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু,বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম,শহদী রাতুল একাদশের অধিনায়ক রাহাত রিন্টু শহীদ শিমুল একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম,সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ বিপুল সংখ্যক মিডিয়া।

Share Now

এই বিভাগের আরও খবর