দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

আপডেট: June 15, 2025 |
inbound6759837146432507615
print news

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা। শনিবার (১৫ জুন) সকালে ঢাকা ছিল দ্বিতীয় স্থানে, যার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৪৪—যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বায়ু দূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার মেডান শহর, যার স্কোর ১৫৩। তৃতীয় স্থানে রয়েছে কাতারের দোহা (১২৮), চতুর্থে মিসরের কায়রো (১২৪) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর (১২৪)।

বাতাসের মান যাচাইয়ের এই একিউআই সূচক প্রতিদিন একটি শহরের বায়ু কতটা বিশুদ্ধ বা দূষিত তা নির্দেশ করে। এটি সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আগাম সতর্কতাও দেয়।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর যদি ১০১ থেকে ১৫০ হয়, তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেটিকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর ওপরে গেলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

দূষণের এই পরিস্থিতিতে চিকিৎসক ও পরিবেশবিদেরা সংবেদনশীল মানুষদের মাস্ক পরা ও বাড়ির বাইরে অপ্রয়োজনীয় চলাচল কমানোর পরামর্শ দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর