দয়া করে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না: ট্রাম্প

আপডেট: June 24, 2025 |
inbound8723798791001070716
print news

দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে গেল ইরান ও ইসরায়েল। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।

মঙ্গলবার (২৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ও ইসরাইলের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মধ্য দিয়ে এই যুদ্ধবিরতির সূচনা হলেও এখনও চুক্তির সময় ও শর্ত নিশ্চিত করা হয়নি।

কবে, কখন এবং কী শর্তে এই বিরতি কার্যকর হয়েছে—তা নিয়ে একেক পক্ষ বলছে একেক কথা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরাইল একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। একই সঙ্গে এই চুক্তি লঙ্ঘন না করতে উভয় পক্ষকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরাইল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইরানের বার্তাসংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ‘যুদ্ধবিরতি এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।’

এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট যুদ্ধবিরতির খবর নিশ্চিত করলেও, ইসরাইলি সরকার এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে, এই যুদ্ধবিরতি শত্রুপক্ষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে তারা নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি।

এর আগে ট্রাম্প জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টায় ধাপে ধাপে এই যুদ্ধবিরতি কার্যকর করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ১২ ঘণ্টা ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ রাখবে। পরবর্তী ১২ ঘণ্টায় ইসরাইলও একই পথ অনুসরণ করবে।

Share Now

এই বিভাগের আরও খবর