বগুড়ায় চাঞ্চল্যকর নূর আলম হত্যা মামলার পালাতক আসামী গ্রেফতার

আপডেট: July 9, 2025 |
inbound4077109059471827069
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাবের অভিযানে শাজাহানপুর উপজেলার সাজাপুর মাছের আড়ৎ এলাকা থেকে কুন্দদেশমা গ্রামের নূর আলম হত্যা মামলার ১২ নং অন্যতম পালাতক আসামী মোঃ আলম (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে।

০৯ জুলাই (বুধবার) সকাল ১০টায় গোপন সংবাদ ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার একটি চৌকস দল জেলার শাজাহানপুর উপজেলাধীন সাজাপুর মাছের আডৎ এলাকায় অভিযান চালিয়ে নূর আলম হত্যা মামলার অন্যতম পালাতক এজহার নামীয় ১২নং আসামী মোঃ আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আলম বগুড়ার শাজাহানপুর থানার বড় দেশমা গ্রামের মৃত- লোকমান আলী মাস্টার এর ছেলে।

র‍্যাব-১২,বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত বেলা ৩টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগষ্ট ২০২৪ তারিখ রাত্রি আনুমানিক ৮টার দিকে ভিকটিম নূুর আলম (২৭) পিতা মোঃ মোয়াজ্জেম হোসেন সাং কুন্দদেচমা উপজেলা শাজাহানপুর জেলা বগুড়াকে উপজেলাধীন ০৫নং খরনা ইউনিয়নের জামহাট গ্রামস্হ জনৈক মোঃ বাবু, পিতা-আশরাফ আলী এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দারা শরীরের বিভিন্ন স্হানে গুরুত্ব কাটা রক্তাক্ত জখম করে হত্যা করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মাতা বাদী হয়ে শাজাহানপুর থানায় ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিএসপি , বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুর মাছের আড়ৎ এলাকায় উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ১২ নং পালাতক আসামী মোঃ আলম অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন বাটন ফোন ও একটি সিমসহ মোঃ আলমকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামী আলমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর