জয়পুরহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আপডেট: July 16, 2025 |
inbound3754124574488538898
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই শহিদ দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্বরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার,সিভিল সার্জন আল মামুন,  জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মুবারক জুয়েল, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা,   প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহীদ বিশাল এর মা বুলবুলি খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জুলাই যোদ্ধাদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জুলাই যোদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া করা হয়। সভার শুরুতে জুলাই আগষ্টের কয়েকটি  ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়।  অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর