বগুড়ার শিবগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ

আপডেট: July 26, 2025 |
inbound6258667709064466836
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ “সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বগুড়া শিবগঞ্জ উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই (শনিবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

inbound5540240239948402733

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুস শুকুর, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার এনামুল করিম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম সুমাইয়া মুসতাকিম, তৌহিদুল ইসলামহক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে নিজেকে পুরোপুরি ব্যবহার করার আহ্বান জানান।৷ পরে শপথ বাক্য পাঠ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর