বিএনপি ২ কোটি চাকরি দিতে কাজ করবে ১৮০ দিনের ভেতর: এ্যানি


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৮০ দিনের ভেতরে কীভাবে ১-২ কোটি চাকরি দেওয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। সেটা নিয়ে কাজ করবে বিএনপি।’
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জিয়াউর রহমান এ বাংলাদেশটাকে এমনভাবে সৃষ্টি করেছেন সার্ক গঠনের মধ্য দিয়ে। তিনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। সার্ক গঠন করে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের অবস্থান দৃশ্যমান জাতির সামনে, বিশ্বের সামনে তিনি তুলে ধরেছেন। আজকে বাংলাদেশের যে মানুষ এটা আমাদের বড় অবলম্বন। বড় সম্ভল। এ মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কীভাবে বিদেশে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন, সেজন্য তিনি নির্বাচনের আগে পরিকল্পনা করছেন।
এ্যানি আরও বলেন, ‘শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক না, ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিল। সমাজ ধ্বংসের নেত্রী ছিল। এখনো দেশে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের টাকার অভাব নেই তো। কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পাশের দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এ মাদক দিয়ে আমাদের যুবসমাজকে, ছাত্রসমাজকে, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই হাসিনার অপরাজনীতিতে ফ্যাসিস্ট আবার যেন এ বাংলাদেশের রাজনীতিতে মানুষের ওপর আঘাত হানতে না পারে।’
এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। আবুল খায়ের ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ‘আগামীর জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষা। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সবাই শান্তিতে ঘরে থাকতে পারবেন, ব্যবসা-বাণিজ্য পরিচালনাসহ স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে।’