জয়পুরহাটে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

আপডেট: August 16, 2025 |
inbound2540639740468072651
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপদেষ্টা এ্যাড. তানজির আল ওহাব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি উৎপল কুমার বাবুসহ হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষ।

Share Now

এই বিভাগের আরও খবর