‎বিস্ফোরক আইনের মামলায় ‎মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

আপডেট: August 21, 2025 |
inbound5538303551543082336
print news

দুই বছর আগে সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের করা বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বৃহস্পতিবার এই আদেশ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রয়েছেন অব্যাহতি পাওয়া অন্য নেতাকর্মীদের মধ্যে।

মামলার বিবরণে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। পরে সেখানে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়।

সে সময় ‘যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণের’ অভিযোগে ৩১ অক্টোবর এ মামলা দায়ের করেন রমনা থানার এসআই আউয়াল।

অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর গত বছরের ২১ অক্টোবর আদালতে দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা একই থানার এসআই মামুন হাসান।

সেখানে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। পরে গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত একটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন।

আর বিস্ফোরণ আইনের চূড়ান্ত প্রতিবেদনটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। সেই ধারাতেও বিএনপি নেতাকর্মীদের অব্যাহতি দেওয়া হল।

Share Now

এই বিভাগের আরও খবর