শাহজাদপুরে ২ শিশুকে পাচারের অভিযোগে যুবক আটক

আপডেট: August 23, 2025 |
inbound6881622719298630251
print news

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শাহজাদপুরের রিফাত (১০) ও হাবিবুল (১১) নামের ২ শিশু নিখোঁজ রয়েছে, এই ঘটনায় পাচারের অভিযোগে আপন রানা (২৮) নামের এক মাদকাসক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গ্রামে।

নিখোঁজ রিফাত ওই গ্রামের অটো চালক হেলালের ছেলে ও হাবিবুল একই গ্রামের লতিফের ছেলে। এদের মধ্যে রিফাত বাক প্রতিবন্ধী বলে জানা গেছে।

অভিযুক্ত যুবক আপন রানা একই এলাকার রমজানের পুত্র, তারা পূর্বে পার্শ্ববর্তী হরিনাথপুর গ্রামের বাসিন্দা ছিল। নিখোঁজ শিশুদের স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

এই বিষয়ে নিখোঁজ শিশু হাবিবুরের পিতা লতিফ বলেন, আমার ছেলে ও রিফাতকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না।

আপন তাদের ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে গেছে, তাদের ভাগ্যে খারাপ কিছু হওয়ার পূর্বেই যেন তাদের উদ্ধার করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত আপনের কাছ থেকে জানা যায়, কয়েকদিন যাবৎ হাবিবুর ও রিফাত আমাকে বলছে যে তাদের বাড়ি থেকে মারধর করে তাই তাদের যেন ঢাকায় নিয়ে যাই।

গতকাল বিকালে তারা কাপড় চোপড় গুছিয়ে আমার বাড়িতে আসে। তখন তাদের আমি ঢাকায় নিয়ে যেতে অস্বীকৃতি জানাই, পরে তারা হয়তো নিজেরাই ঢাকায় চলে গেছে। এই বিষয়ে আর কিছু জানিনা।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ জিডি করা হয়েছে।

এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এলাকাবাসীর সহযোগীতায় একজনকে আটক করা হয়েছে। আটকৃতকে জিজ্ঞাসাবাদ চলছে, এছাড়াও নিখোঁজ শিশুদের অনুসন্ধানও চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর