গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তির মেধাতালিকা প্রকাশ

আপডেট: August 25, 2025 |
inbound3753740005208737247
print news

তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি শেষে বিভিন্ন বিভাগে ৭৬টি আসন ফাঁকা থাকায় সেসব আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের জন্য গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) ভর্তি কমিটির সদস্য সচিব ও মানবিকি অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন পূরণের লক্ষ্যে নিম্নোক্ত তালিকার (আসন ফাঁকা থাকা সাপেক্ষে) শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কক্ষে অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিট: একাডেমিক ভবনের ২১৬ নং কক্ষ
‘বি’ ইউনিট: প্রশাসনিক ভবনের ৫১৬ নং কক্ষ,
‘সি’ ইউনিট: একাডেমিক ভবনের ৬২১ নং কক্ষ

সাক্ষাৎকারে শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিত হতে হবে এবং নোটিশে উল্লেখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়প্রাপ্ত তালিকা ২৬ আগস্ট রাত ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ([https://www.gstu.edu.bd/admission/](https://www.gstu.edu.bd/admission/)) প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ২৭ আগস্ট ২০২৫ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

যেসব শিক্ষার্থী নির্ধারিত তারিখে স্ব-শরীরে উপস্থিত হতে পারবে না, তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না।

গণ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারে অংশগ্রহণ করলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ও সাবজেক্ট চয়েজের ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

এছাড়াও FFQ, PDQ, SEQ কোটায় যারা এখনো প্রাথমিকভাবে গোবিপ্রবিতে নির্বাচিত হয়নি কিন্তু অত্র বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য, তারাও এই গণ বিজ্ঞপ্তির আওতাভুক্ত। তাদেরও নির্ধারিত ইউনিটে যথাসময়ে সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকারের সময় অবশ্যই নিচের কাগজপত্র সঙ্গে আনতে হবে: গুচ্ছ এডমিট কার্ডের মূল কপি (পরীক্ষা সময় হল পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত), এসএসসি ও এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ড, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্মনিবন্ধন সনদ),
এসএসসি ও এইচএসসি’র মূল নম্বরপত্র, এসএসসি ও এইচএসসি’র মূল সনদপত্র, আবেদনের সময় প্রদত্ত সাবজেক্ট চয়েজ তালিকা।

ভর্তির সার্বিক বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব ও মানবিকি অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রহমান বলেন, “গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শেষে ফাঁকা থাকা আসনগুলোতে ভর্তির জন্য সবাই আলাদাভাবে গণ বিজ্ঞপ্তি দিয়েছে।

আমাদের বিশ্ববিদ্যালয়ে ৭৬টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসন পূরণের জন্য আমরা গণ বিজ্ঞপ্তি দিয়েছি।

গণ বিজ্ঞপ্তিতে যারা সাক্ষাৎকার দিতে আসবে তাদের মধ্যে থেকে মেধাক্রম ও সাবজেক্ট চয়েজের ভিত্তিতে ভর্তি করা হবে। আমরা ফাঁকা আসনের কয়েক গুণ শিক্ষার্থীকে ডেকেছি সাক্ষাৎকারের জন্য।”

Share Now

এই বিভাগের আরও খবর