বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা  চাল জব্দ

আপডেট: August 25, 2025 |
inbound4481986684491392105
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ আগস্ট (সোমবার) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাড়রি নিজ থেকে এসব চাল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান।

ইউএনও হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি লোগোযুক্ত বস্তায় রাখা মোট ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ করা হয়। পরে চালগুলো থানায় হেফাজতে রাখা হয়।

তিনি আরও জানান, হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেওয়া একটি গোডাউনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি এসব চাল মজুদ করেছিলেন।

এ ঘটনায় প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর