যুক্তরাষ্ট্র ইতালিকেও ছাড়িয়ে গেল, মৃতের সংখ্যা ২০ হাজার

আপডেট: April 12, 2020 |

বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায় আগেই শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। তবে মৃতের সংখ্যার দিক থেকে ইউরোপের দেশ ইতালিই ছিল শীর্ষে। এবার মৃতের সংখ্যায়ও ইতালিকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত দুই তালিকাতেই যুক্তরাষ্ট্রই এখন শীর্ষে ।

রোববার, (১২ এপ্রিল) রাত ৩টায় করনোর জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৫ জন। আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ১ হাজার ৭০৮ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ১১৪ জন।

ইতালিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮। ইতালিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৭১।

মৃতের সংখ্যার দিক থেকে তিন নম্বরে থাকা স্পেনে প্রাণহানি হয়েছে ১৬ হাজার ৩৫৩। স্পেনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৫২ জন।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৩ হাজার ৮৫১। ফ্রান্সে মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১লাখ ৩০ হাজার ৭২৭।

যুক্তরাজ্যে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৯১ জনের।দেশটিতে এখন পর্যন্ত ৭৯ হাজার ৮৬৫ জন শনাক্ত হয়েছে।

চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বেশির ভাগ দেশ। দ্রুত বেড়ে চলেছে শনাক্ত রোগীর সংখ্যা। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে এর বিস্তার ঘটেছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর