অতিরিক্ত ধূমপানে করোনায় মৃত্যুর হার বেশি ইন্দোনেশিয়ায়?

আপডেট: May 20, 2020 |
print news

করোনাভাইরাস সংক্রমণে এশিয়ায় খারাপ অবস্থায় থাকা অন্যতম দেশ ইন্দোনেশিয়া। ব্যাপক মৃত্যুর হার নিয়ে চিন্তিত চিকিৎসা বিশেষজ্ঞরা এর সঙ্গে পুরনো বিপদ ধূমপানের সম্পর্ক দেখছেন। তারা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। মৃত্যুর হার প্রায় ৬.৬ শতাংশ। এটি কোন কাকতলীয় বিষয় নয়। বিশ্বজুড়ে ধূমপান কমে আসলেও ইন্দোনেশিয়ায় আগের অবস্থাতেই রয়েছে।

ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার মহামারি বিশেষজ্ঞ পান্ডু রিয়ানো বলেন, ‘করোনায় অনেক মৃত্যু হয়েছে শুধুমাত্র তাদের ফুসফুসের অবস্থা খারাপ এ কারণে। আর এদের বেশিরভাগই ধূমপায়ী। বাস্তবতা হচ্ছে আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ ধূমপান করে। আর এ কারণেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জয়ী হতে পারছি না।’

যাদের বয়স ১৫ থেকে ওপরের দিকে ইন্দোনেশিয়ার এমন প্রায় দুইতৃতীয়াংশ পুরুষ ধূমপান করে। তামাক কম্পানিগুলোর জন্য এটি একটি বিশাল বাজার। দেশটির সরকারি রাজস্বের একটি বড় অংশ আসে তামাক শিল্প থেকে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন জানিয়েছে, ধূমপানের কারণে মানুষ করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। একইভাবে সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।সূত্র: ব্লুমবার্গ

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর