‘করোনা নিয়ন্ত্রণের’ঘোষণার দিনই ব্রাজিলে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ১২৮২

আপডেট: June 17, 2020 |
print news

করোনার ভয়াবহ সংকটাবস্থায়ও সংক্রমণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সরকার প্রধান। আর এমন দিনেই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে দেশটি। থেমে নেই প্রাণহানিও। গত তিনদিনের তুলনায় বেড়েছে মৃতের হার। যা সাড়ে ৪৫ হাজারে ঠেকেছে।

সংক্রমণ শুরুর তিনমাসে করোনা সর্বোচ্চ দাপট দেখিয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম এই দেশটিতে। তবে শুরু থেকেই সরকারের অব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বর্তমানে সেখানে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। তারপরও সেখানে বেঁচে ফিরেছেন আক্রান্তদের প্রায় অর্ধেক মানুষ।

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯১৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লাখ ৮ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ২৮২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪৫ হাজার ৪৫৬ জনে ঠেকেছে।

আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল। যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও মেক্সিকোর মতো দেশগুলো। যার প্রত্যেকটিতে আক্রান্ত লাখ ছাড়িয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর