মেক্সিকো করোনায় মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়েছে

আপডেট: July 13, 2020 |
Boishakhinews 189
print news

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের তালিকায় ইতালিকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মেক্সিকো।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মেক্সিকোয় এখন পর্যন্ত ৩৫ হাজার ৬ জন মারা গেছেন। ইতালিতে মারা গেছেন ৩৪ হাজার ৯৫৪ জন। মেক্সিকোয় এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৯৯ হাজার ৭৫০ জন। ইতালিতে ২ লাখ ৪৩ হাজার ৬১ জন।

গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৫০ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৮২ হাজার ৯১ জন। মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭১ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ১৩ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৮৪ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জন। মারা গেছেন ৭২ হাজার ১৫১ জন।

তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৮ লাখ ৭৯ হাজার ৪৬৬ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৩ হাজার ১৮৭ জনের।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর