করোনায় ইরানের আরো এক এমপির মৃত্যু

আপডেট: July 13, 2020 |
জাফারি
print news

করোনায় আক্রান্ত হয়ে ইরানের আরো একজন সংসদ সদস্য (এমপি) মৃত্যুবরণ করেছেন। একাদশ সংসদের এই সদস্যের নাম হচ্ছে ঈসা জাফারি। এ নিয়ে ইরানের বর্তমান সংসদের তিন জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

হামেদান প্রদেশের বাহার ও কাবুদরাহাঙ্গ এলাকা থেকে নির্বাচিত এই সংসদ সদস্য গত কয়েক দিন ধরে তেহরানের এক হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন।

এর আগে তেহরান থেকে নির্বাচিত সাংসদ ফাতেমা রাহবার ও গিলান প্রদেশ থেকে নির্বাচিত মোহাম্মাদ আলী রামাজানি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ সোমবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৪৯ জন।

সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ২০৩ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২ জনে পৌঁছাল। সূত্র: পার্সটুডে।

বৈশাখী নিউজফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর