দেশে আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭২

আপডেট: July 27, 2020 |
print news

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৭২ জন।

আর রোববার (২৬ জুলাই) করোনায় ৫৪ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৭৫ জন। সেই হিসেবে রোববারের তুলনায় সোমবার কমেছে মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮০১ জন।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর