দক্ষিণ আফ্রিকায় লকডাউন শিথিল হচ্ছে

আপডেট: August 16, 2020 |
print news

প্রানঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। করোনা সংক্রমণের সংখ্যা চূড়ান্তে পৌঁছে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান সোমবার থেকে লকডাউন শিথিল করা হবে। এতে করে দেশটির অর্থনীতি আবারো সচল হবে। এছাড়া লকডাউনের কারণে অভ্যন্তরীণ যাতায়াতের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা উঠে যাবে। পাশাপাশি অ্যালকোহল ও তামাকের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

আফ্রিকার করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকই দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। মারা গেছে ১১ হাজার ৫শ মানুষ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর